চটপট জেনে নিন কেমন প্রেমিক আপনি?
ঝিনাইদহের চোখঃ
কোন প্রেমের উপন্যাস পড়ার সময় বা সিনেমায় কোন রোমন্টিক দৃশ্য দেখে কি আপনার মন বিগলিত হয়? নিজের প্রেমিক বা প্রেমিকাকে সেখানে কল্পনা করতে শুরু করেন? নাকি আপনি সবকিছুকেই বাস্তবতার নিরিখে বিচার করেন এবং ভাবপ্রবণতা ও বাস্তবতার মধ্যে ভারসাম্য রেখে চলতে পারেন? অথবা আপনি হয়তো সেই ধরণের প্রেমিক যারা রোমান্স ও রোমান্টিকতাকে বাড়াবাড়ি মনে করেন? চটপট এই প্রশ্নগুলোর উত্তর পেতে চলুন একটা ছোট্ট কুইজ খেলা যাক।
প্রশ্ন:১. রোমান্টিক কোন গান শোনার সময় কি আপনার সবসময় আপনার সঙ্গীর কথাই মনে পড়ে?
ক. হ্যাঁ। যখনই এমন কোন গান শুনি আমি নিজেকে ও আমার সঙ্গীকে সেই রোমান্টিক অবস্থার মধ্যে কল্পনা করতে থাকি।
খ. সব নয়, কোন কোন গান আমাকে রোমান্টিক করে তোলে, আমি তার কথা ভাবি।
গ. আমি এধরণের গান পছন্দই করি না।
প্রশ্ন:২. সত্যিকার ভালবাসা বলতে আপনি কি বোঝেন?
ক. আমি মনে করি আমি আমার সত্যিকার ভালবাসার সন্ধান পেয়ে গেছি।
খ. আমি মনে করি, একটা সম্পর্কে জড়িয়ে পড়ার অর্থ পারস্পরিক বোঝাপড়া এবং শ্রদ্ধাবোধ। আমার কাছে এটাই সত্যিকার ভালবাসা।
গ. সত্যিকার ভালবাসা বলে কিছু আছে কিনা তা নিয়েই আমার সন্দেহ আছে।
প্রশ্ন:৩. ‘রোমান্টিক ডেট’ বলতে আপনি কি বোঝেন?
ক. সৈকতের পাড়ে বসে ক্যান্ডেল-লাইট ডিনার অথবা একটা লং-ড্রাইভ শেষে তার পছন্দ মতো কোথাও রাতের খাওয়া।
খ. ঘরে বসে একসাথে মজাদার কিছু খাওয়া আর সিনেমা দেখা।
গ. রোমান্টিক ডেট হোক অথবা এমনি কোথাও ঘুরতে যাওয়া, একসাথে থাকাটাই বড় কথা।
প্রশ্ন:৪. আপনার সঙ্গীকে জন্মদিনে কি উপহার দিতে চান?
ক. একটা বিশাল হৃদপিণ্ডাকার কার্ড আর এক বাক্স চকোলেট। সাথে ফুল আর কোন সারপ্রাইজ গিফ্ট কুরিয়ারে তার অফিসে পাঠিয়ে দেবো।
খ. এমন কিছু দেবো যেটা তার আসলেই প্রয়োজন হবে। এমন কিছু যেটা হয়তো বেশ কিছুদিন যাবত সে কিনব কিনব করছে।
গ. তাকে জিজ্ঞেস করে নেবো তার আসলে কি লাগবে।
প্রশ্ন:৫. দুজন একসাথে বসে কোন সিনেমাটা দেখতে চাইবেন?
ক. দ্যা নোটবুক, ফল্ট ইন আওয়ার স্টারস, ক্যাসাব্ল্যাঙ্কা অথবা কুছ কুছ হোতা হ্যায়।
খ. বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি রোমান্টিক সিনেমাগুলো আমি বেশি পছন্দ করি।
গ. আমি রোমান্টিক সিনেমা দেখতে পছন্দ করি না, অন্যধরনের কোন সিনেমা দেখবো।
প্রশ্ন:৬. সকালে ঘুম থেকে ওঠার পর আপনার প্রথম কাজ কোনটা?
ক. ঘুম থেকে উঠেই আমার সঙ্গীকে আবেগপ্রবণ কোন ম্যাসেজ পাঠাই।
খ. আমি সাধারণত সঙ্গীর পাঠানো ম্যাসেজের উত্তর দিই। কখনো কখনো নিজে ম্যাসেজ পাঠাই।
গ. আমি যে ঘুম থেকে উঠেছি তা সঙ্গীকে তক্ষুণি জানানোটা কি খুব প্রয়োজন?
প্রশ্ন:৭. আপনার কাছে ভ্যালেন্টাইনস ডে কি?
ক. এই দিন আমাদের ভালবাসা উদযাপনের দিন।
খ. আমার সঙ্গী যদি চায়, আমি খুশি মনে তার সাথে দিনটি কাটাতে রাজী আছি।
গ. আমরা সবাই জানি এটা এক ধরণের মার্কেটিং গিমিক। লোকে কেন যে এটা নিয়ে এতো উত্তেজিত সেটাই আমি বুঝতে পারি না।
প্রশ্ন:৮. কতবার তাকে ‘ভালবাসি’ বলেছেন?
ক. প্রতিবার ফোন রাখার আগে। এবং রাতে ঘুমাতে যাবার আগে।
খ. যখন সত্যেই আমার বলতে ইচ্ছে করে, হয়তো সেটা তিন/চারদিনে একবার।
গ. ভালবাসি বলাটা আমার খুবই অদ্ভুত লাগে।
ফলাফল:
আপনার অধিকাংশ প্রশ্নের উত্তর যদি ‘ক’ হয়: কোন সন্দেহ নেই প্রেমিক/প্রেমিকা হিসেবে আপনি আপাদমস্তক একজন রোমান্টিক মানুষ। আপনি সবকিছু আবেগ দিয়ে বিচার করতে ভালবাসেন এবং সম্পর্কের মধ্যে রোমান্স সৃষ্টির চেষ্টা করতে থাকেন।
আপনার অধিকাংশ প্রশ্নের উত্তর যদি ‘খ’ হয়: আপনি অনেকখানি বাস্তববাদী। আপনি ভালবাসাকে যেমন সম্মান করেন তেমনি বাস্তবতার নিরিখে পরিস্থিতি বিচার করতে পারেন।
আপনার অধিকাংশ প্রশ্নের উত্তর যদি ‘গ’ হয়: আমি নিশ্চিন্তে রোমান্স-বিরোধী ক্যাম্পেইন শুরু করে দিতে পারেন। আশা করি, সে ক্যাম্পেইনে আপনার মতোই কোন সঙ্গী আপনার জুটে যাবে।
আসলে প্রতিটি মানুষই তার নিজের মতো করে সঙ্গীর প্রতি ভালবাসা প্রকাশ করে। কেউ কেউ হয়তো সারা বিশ্বকে জানিয়ে ভালবাসে, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ভালবাসে, কেউ হেয়তো সেই অনুভূতিটা গোপনে প্রকাশ করতেই স্বস্তিবোধ করে। এই ফলাফল হয়তো আপনার ভালবাসার ধরণের উপর সামান্য কিছু আলোকপাত করতে পারে মাত্র।