কুষ্টিয়ায় গড়াই সেতুর নিচ থেকে ট্রেনে কাটা ঝিনাইদহের নারীর মরদেহ উদ্ধার
ঝিনাইদহের চোখ-
জেলার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এলাকায় গড়াই রেলসেতুর নিচের গড়াই নদী থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত ওই নারী ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার মথরাপুর দক্ষিণ পাড়ার মৃত মিনতাজ বিশ্বাসের মেয়ে ফাতেমা খাতুন (৪০)।
পোড়াদহ রেলওয়ে থানার পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনটি সকালে রেলসেতু পার হওয়ার সময় ওই নারী এতে কাটা পড়েন। এ সময় তাঁর লাশ সেতুর নিচে পড়ে যায়। স্থানীয় লোকজনের মাধ্যমে জানার পর পুলিশ লাশটি উদ্ধার করে।
চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বলেন, সকালে তিনি রেলসেতু এলাকায় গড়াই নদীর পাড়ে দাঁড়িয়েছিলেন। এ সময় সেতু থেকে একজনের নিচে পড়ে যাওয়ার খবর পান। সেখানে গিয়ে দেখতে পান ওই নারীর নিথর দেহ মাটিতে পড়ে আছে। এরপর তিনি পুলিশে খবর দেন।
কুষ্টিয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আই সি এস আই তনময় সন্ধ্যা ছয়টার সময় আমাদের সময় ডটকমকে জানান, নিহত ফিঙ্গারপ্রিন্ট যাচাই করে তার পরিচয় পাওয়া গেছে।
নিতহ পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, নিহত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি একজন মানসিক ভারসাম্যহীন। ৬ মাসাগে পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পরে গত এক মাস তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফাতেমা খাতুনের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী রেললাইনের ওপর বসে ছিলেন। ট্রেনে কাটা পড়ে তিনি নিচে নদীতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে । এ নিয়ে গত পাঁচ দিনে জেলায় ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হলো।