সচিবের ফোন না ধরায় নির্বাহী প্রকৌশলীকে ঝিনাইদহে স্ট্যান্ড রিলিজ
ঝিনাইদহের চোখ-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পটুয়াখালী সফরের আগের দিন সচিবের ফোন না ধরায় বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) দেওয়ার অভিযোগ উঠেছে।
গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের সই করা প্রজ্ঞাপনে রোববার বেলা ১১টার দিকে তাকে বদলি করা হয়। এতে বলা হয়, জনস্বার্থে জেরাল্ড অলিভার গুডাকে বদলি করা হয়েছে।
ওই দিন বিকেল ৫টার দিকে অলিভারকে ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী পদে যোগ দেওয়ার নির্দেশ দেয়া হয়।
বরিশাল গণপূর্ত বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক উপসহকারী প্রকৌশলী জানান, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের জন্য সোমবার পটুয়াখালী আসেন প্রধানমন্ত্রী। তার সফরের সার্বিক তদারকির জন্য রোববার বরিশাল আসেন গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের মন্ত্রী, সচিবসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।
আসার আগে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ খন্দকার সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য অলিভারকে ফোন করেন, তবে সে সময় তিনি তাকে ফোনে পাননি।
ওই উপসহকারী প্রকৌশলী আরও জানান, রোববার ঢাকা থেকে আসা কর্মকর্তাদের রিসিভ করতে অলিভারসহ বরিশাল গণপূর্ত বিভাগের কর্মকর্তারা বিমানবন্দরে যান। সে সময় সচিব ফোন না ধরার বিষয়টি জানতে চাইলে অলিভার জানান, তিনি কোনো কল পাননি।
এ ঘটনার কয়েক ঘণ্টা পরই অলিভারকে বদলির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
বদলির বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে অলিভারের ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বরিশাল গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। এ বিষয়ে আমার কিছু বলা ঠিক হবে না, তবে এটা রুটিন বা নিয়মিত বদলি নয়।
সোমবার রাত পর্যন্ত বরিশালে নতুন কোনো নির্বাহী প্রকৌশলী পদায়ন করা হয়নি।
এ বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ খন্দকার ও গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারকে ফোন দেওয়া হলেও তারা কেউ সাড়া দেননি।