হরিনাকুণ্ডুতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ভবানীপুর হাট বাজার পরিদর্শন এবং মেসার্স মেডিক্যাল হল ঔষধ এর দোকানে ১৭/২০২২ নং মামলার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৫১ ধারায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) সেলিম আহমেদ।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে ভবানীপুর বাজার, মধ্য বাজার ও রোড এলাকায় পণ্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদ উর্ত্তন্য পন্য দোকানে রেখে বিক্রয় করায় এবং নোংরা, পরিবেশ ঔষধ বিক্রয়ের দ্বায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এসময়ে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা বলেন, বতর্মান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য সৃষ্টি হয়েছে। দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। এছাড়াও পণ্য মজুদ করে মূল্যবৃদ্ধি না করতে সতর্ক করা হয় ব্যবসায়ীদের।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালীন সময়,সার্ভার প্রসেসর মুঞ্জু মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সার্টিফিকেট সহকারী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। হরিণাকুণ্ডু থানা পুলিশ অফিসার এ এস আই মহাসিন এর নেত্রীত্ত্বে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।