বাংলাদেশের নেতৃত্ব দিয়ে ফিরেছেন ঝিনাইদহের জুলিয়াস
ঝিনাইদহের চোখঃ
চায়নার হাংজুতে অনুষ্ঠিত ১৪ তম আন্তর্জাতিক সাতার চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দেশে ফিরেছেন ঝিনাইদহের নাজিম উদ্দিন জুলিয়াস। গত ৭ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ২’শ ৯ টি দেশের সাতারুরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে ৬ সদস্যদের প্রতিনিধি দল সেখানে অংশগ্রহণ করেন। এর মধ্যে ঝিনাইদহ অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য নাজিম উদ্দিন জুলিয়াস ছিলেন।
অংশগ্রহনকারী দলের সদস্যরা হলেন-টিম অফিসিয়াল এস এম কবিরুল হাসান, টিম অফিসিয়াল ও কোচ নাজিম উদ্দিন জুলিয়াস, সাতারু মোঃ মাহফিজুর রহমান, মাহামুদন্নবী নাহিদ, সোনিয়া আক্তার টুম্পা ও নাইমা আক্তার।
১০ দিন ব্যাপী এ আন্তর্জাতিক সাতার প্রতিযোগিতায় বাংলাদেশের সাতারুরা ও প্রতিনিধি দল সাফল্য অর্জণ করে সুনামের সাথে দেশে ফিরেছেন। ঝিনাইদহের সন্তান নাজিম উদ্দিন জুলিয়াস ও সোনিয়া আক্তার টুম্পার এ অর্জনকে অভিনন্দন জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।