ঝিনাইদহ বাস টার্মিনাল হতে হত্যাচেষ্টা মামলার পলাতক আসামী গ্রেফতার
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের বাস টার্মিনাল হতে হত্যাচেষ্টা মামলার অন্যতম পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
গত ০১ জুন ২০২২ তারিখ ঝিনাইদহ জেলার সদর থানাধীন ধোপাঘাটা নতুন ব্রীজের পূর্ব পার্শ্বে আসন্ন ঝিনাইদহ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ধৃত আসামীসহ তারসহযোগীরা বাদী পক্ষের লোকজনদের উপর ২৫/৩০টি মোটর সাইকেল যোগে বেআইনী জনতাবদ্ধভাবে বাদী এম এ লতিফ শাহরিয়ার জহেদী প্রজ্জল(৪৪)সহ তার সহযোগীদেরকে প্রকাশ্যে দিবালকে দেশীয় তৈরী অস্ত্র শস্ত্র দিয়ে এলোপাথারি ভাবে আঘাত করে গুরুতর জখম ও রক্তাক্তসহ হত্যা চেষ্টা করে। এ বিষয়ে ভিকটিম গত ০২ জুন ২০২২ তারিখে ঝিনাইদহ সদর একটি মামলা দায়ের করে। ঘটনার বিষয়ে র্যাব-৬, ঝিনাইদহের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় গত ০২ জুন ২০২২ তারিখ র্যাব-৬, ঝিনাইদহের উক্ত আভিযানিক দলটি গোপন তথ্যের ভিত্তিতে, উক্ত হত্যা চেষ্টাকারী মামলার অন্যতম পলাতক আসামী রফিকুল ইসলাম @ কাঁটা রফিক (৩৫)এর অবস্থান নিশ্চিত করে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি রাত ২২৩০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার সদর থানাধীন বাস টার্মিনাল এলাকা থেকে উক্ত হত্যা চেষ্টাকারী মামলার এজাহারে অভিযুক্ত অন্যতম পলাতক আসামী ১। মো: রফিকুল ইসলাম @ কাঁটা রফিক(৩৫), পিতা-মো: লোকমান হোসেন, সাং-পবহাটি, থানা-সদর, জেলা ঝিনাইদহকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।