মহেশপুরে ফসলের সাথে শত্রুতা
জিয়াউর রহমান জিয়া, মহেশপুর, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে মহেশপুরে পূর্ব শত্রুতার জের ধরে দরিদ্র কৃষকের ফলন্ত কলাগাছ কেটে সাবাড় করে দিয়েছে শত্রুপক্ষ। রবিবার ভোর ৫টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের বেড়েরমাঠ গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিনে খোজ নিয়ে জানা যায়, বেড়েরমাঠ গ্রামের মৃত কুদ্দুস ব্যাপারীর ছেলে তোফাজ্জেল হোসেন একই গ্রামের কুশুর আলীর ছেলে কামাল হোসেনের কাছ থেকে ১০ কাঠা জমি বন্ধক নিয়ে দীর্ঘদিন যাবৎ চাষ করে আসছে। সম্প্রতি কামাল জমিটি ওই গ্রামের জামাল হোসেনের কাছে বিক্রি করে দেয়। জামালের সাথে কামালের চুক্তি হয় জমির কলা আবাদ উঠে যাওয়ার পর জমি দখল নিবে। কিন্তু জামাল হোসেন জমিটি ওই গ্রামের নবী নামে এক ব্যক্তির কাছে দেয়। নবী জমি দখল নেওয়ার জন্য রবিবার ভোরে ফলন্ত কলাগাছগুলো কেটে দেয়।
ক্ষতিগ্রস্থ কৃষক তোফাজ্জেল হোসেন বলেন, ১০ কাঠা জমি কামালের কাছ থেকে বন্ধক নিয়ে কলা চাষ করি। রোববার সকালে কলাক্ষেতে গিয়ে দেখি সিংহভাগ কলাগাছ কামালের নেতত্বে নবী কেটে দিয়েছে। কামাল ও নবীর কাছে আমি এ বিষয়ে কথা বলতে গেলে তারা আমাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এবং জমি ছেড়ে দিতে বলে। বন্ধকী টাকা আমাকে ফেরত না দিয়ে শত্রুতা করে ও সামাজিকভাবে অর্থদন্ড করার জন্য কলাগাছ কেটে দেয় বলে তিনি জানান।
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন ,মানুষ মানুষের সঙ্গে শত্রুতা করে। কিন্তু গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! গাছ তো কারও ক্ষতি করেনা। গাছের তো কোনো অপরাধ নেই। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেছেন ক্ষতিগ্রস্ত এ কৃষক।