ঝিনাইদহ সদর
বিশ্ব জনসংখ্যা দিবসে ঝিনাইদহে জনসংখ্যা নিয়ন্ত্রনে ভূমিকা রাখায় ৯ স্বাস্থ্য কর্মীকে পুরষ্কার
ঝিনাইদহের চোখ-
‘সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক সালমা সেলিম, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা: জাহিদ আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা, দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রনে সকলকে সচেতন হওয়ার আহবান জানান। আলোচনা সভা শেষে জনসংখ্যা নিয়ন্ত্রনে বিশেষ ভূমিকা রাখায় ৯ জন স্বাস্থ্য কর্মীকে পুরষ্কার প্রদান করা হয়।