ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
আল মামুন, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদতবার্ষিকী পালিত হচ্ছে। সোমবার (১৫ আগস্ট) সকালে ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে একটি শোক র্যালী বের করা হয়।
র্যালী শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে র্যালী শেষে ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এডভোকেট শেখ সেলিম, সহ-সভাপতি মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক আহমেদ নাসিম আনসারী, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য সম্পাদক গিয়াস উদ্দিন সেতু, নির্বাহী সদস্য আজিজুর রহমান সালাম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্যসহ সকল সমস্যগন উপস্থিত ছিলেন।