কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির নির্বাচনে বিভিন্ন প্রার্থীদের শো-ডাউন
আরিফ মোল্ল্যা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
আর একদিন পরেই কালীগঞ্জ পৌর ব্যবসায়ী নির্বাচন। জমে উঠেছে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির ত্রি- বার্ষিক এই নির্বাচন। শেষ মুহুত্বে এসে প্রার্থীদের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। তারা ঘুরছেন ব্যবসায়ী ভোটারদের দ্বারে দ্বারে।
এ নির্বাচনে ২৭ টি পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সভাপতি পদ । আগামী ৩ সেপ্টেম্বর শনিবার এ ভোট গ্রহন অনুষ্টিত হবে। প্রায় ৩ হাজার ব্যবসায়ী ভোটার নেতা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বাজারের সাধারন ব্যবসায়ী ভোটাররা জানান, ঝিনাইদহ জেলার একমাত্র ব্যবসায়িক প্রানকেন্দ্র কালীগঞ্জ বাজার। দীর্ঘ প্রায় দুই যুগের অধিক সময় ধরে নির্বাচন না হওয়ায় বাজার ব্যবসায়ী সমিতির কার্যক্রম একেবারেই ঝিমিয়ে পড়েছিল। এ সময় সভাপতি পদের প্রার্থী আসাদুজ্জামানসহ বাজারের যুবক শ্রেনীর ব্যবসায়ীদের সাংগাঠনিক কর্মকান্ডে সংগঠনটি প্রান ফিরে পেয়েছে।
কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির এবারের নির্বাচনে মোট ২৭ টি পদের বিপরীতে ৫৩ জন প্রার্থী ভোটযুদ্ধে অবতির্ণ হয়েছেন। ইতিমধ্যে বিনা প্রতিদ্ব›দ্বীতায় বিভিন্ন পদে ৯ জন প্রার্থী জয়লাভ করেছেন।
নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এনামুল হক জানান, ৩ সেপ্টেম্বর শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। সলিমুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভোট গ্রহনের জন্য কেন্দ্র করা হয়েছে। গত ১৮ আগস্ট থেকে আচরণ বিধি মেনে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবেন।