হালাল ইনকামে ভালো থাকি-ঝিনাইদহে মতবিনিময়ে খুলনা বিভাগীয় কমিশনার
ঝিনাইদহের চোখ-
সরকারী সম্পদ আমরা যেভাবেই ব্যবহার করিনা কেন-তার নেতিবাচক প্রভাব পড়ে জনগণের ওপর। দুর্বল প্রশাসন মানুষের জন্য ক্ষতিকর। সকল সরকারি দপ্তরের আসংগতি গুলো দুর করে সেবার মান আরো বাড়াতে হবে। হালাল ইনকামে জীবিকা নির্বাহ করলে ঔষুধ খেতে হবেনা। বেতনের টাকায় চললে রোগ ব্যাধী কম হয়। সন্তানেরা মানুষের মত মানুষ হতে পারে। স্কুল কলেজ গুলোতে শিক্ষার মানউন্নয়ন করতে শিক্ষক অভিভাবকদের এক জোট হয়ে কাজ করতে হবে। নির্মুল করতে হবে মাদক। বন্ধ করতে হবে বাল্য বিবাহসহ আত্মহত্যা। মধ্যসত্বভোগীরা সব কিছু লন্ডভন্ড করে দিচ্ছে। সময় নেই-এখনই কাজ গুলো শুরু করতে হবে। ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে।
আজ বুধবার সকাল ৯টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সরকারী কর্মকর্তা ও সুধিজনের সাথে মতবিনিময় সভায় এ সব কথা বলেন খুলানা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
ঝিনাইদহে জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আশিকুর রহমান, সরকারি কেশবচন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বিএম রেজাউল করিম, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুল ইসলাম, উপ-পরিচালক কৃষি অধিদপ্তর মোঃ আজগর আলী, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর মোঃ শাহীদুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এসময় জেলার সার্বিক উন্নয়ন শিক্ষা স্বাস্থ্যসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকান্ডের নানা দিক তুলে ধরেন তারা। সকাল ৯টায় শুরু হয়ে এ সভায় চলে বেলা ১ টা পর্যন্ত। আলোচনা ছিল প্রাণবন্ত। সরকারি দপ্তরের প্রধানগণ সমস্যা গুলো স্পষ্ট ভাবে তুলে ধরেন। যা ছিল ব্যতিক্রম। আলোচনায় উঠে আসা বিষয় গুলো সরকারের কাছে লিখিত আকারে পাঠানো হবে বলে প্রধান অতিথি উপস্থিত সকলকে আস্বস্ত করেন।