ঝিনাইদহে সমাজতান্ত্রিক দলের ৯ দফা দাবিতে স্মারকলিপি পেশ
ঝিনাইদহের চোখ-
ইউরিয়া সার, ডিজেল, বীজ, কীটনাশক সহ কৃষি উপকরণ ও নিত্যপণ্যের দাম কমানো, বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ ও জনজীবনের সংকট নিরসনের দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সংগঠনের ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে রোববার বেলা ১১টায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের পায়রা চত্ত¡রে শেষ হয়।
সেসময় ঘন্টাব্যাপী এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও ঝিনাইদহ জেলা আহবায়ক এ্যাডঃ আসাদুল ইসলাম আসাদ, জেলা সাধারণ সম্পাদক ছব্দুল হোসেন, জেলা সদস্য ডাঃ আব্দুল মান্নান, সদস্য আছাদুর রহমান, আব্দুর রহিম, রুশিয়া খাতুন, মামুন হোসেন প্রমুখ। পরে কৃষক ফ্রন্টের জেলা শাখার একটি প্রতিনিধি দল মাননীয় কৃষিমন্ত্রী বরাবর ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ৯ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।