ঝিনাইদহে এক কেন্দ্রে এক পরিক্ষার্থী তাও নকলের দায়ে বহিষ্কার
ঝিনাইদহের চোখ-
কেন্দ্রে একজন পরীক্ষার্থী। নকলসহ ধরা পড়ে ফেঁসে গেলেন। দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পরীক্ষা থেকে বহিষ্কার হলেন। শনিবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র মহাবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। রোববার দুপুরে এ খবর ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ও বিএ (পাশ) পরীক্ষা চলছে।
ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র মহাবিদ্যালয় (কেসি কলেজ) ও ঝিনাইদহ কলেজ (সিটি কলেজ) কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার ইতিহাস বিষয়ে কেশব চন্দ্র মহাবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন মাত্র একজন। সকাল ৯টায় এ পরীক্ষা শুরু হয়।
বেলা সাড়ে ১১টার দিকে ওই কেন্দ্রে আসেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম নুরুন্নবী। তিনি ওই শিক্ষার্থীর হাতে নকল দেখতে পান। এই অপরাধে ওই পরীক্ষর্থীকে বহিষ্কার করার নির্দেশ দেন তিনি। সঙ্গে সঙ্গে কেন্দ্র কর্তৃপক্ষ বহিষ্কার করেন তাকে। ফলে ফাঁকা হয়ে যায় কক্ষটি।