ঝিনাইদহ সদরটপ লিড
ঘন কুয়াশা-ঠাণ্ডায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ ও চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে ঘনকুয়াশা আর ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস।
তিনদিন ধরে শীতের দাপটে জবুথবু হয়ে পড়েছেন ঝিনাইদহবাসী। অনেক বেলা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। এদিকে শীতের কারণে কাজে যেতে না পারায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
পৌষের শুরুতেই শীতের তীব্রতা বেড়েছে চুয়াডাঙ্গাতেও। ঘন কুয়াশার চাদরে ঢাকা পথ ঘাট ও ক্ষেত খামার। আবহাওয়া অফিস জানায়, জেলায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে শীতের প্রকোপে চরম বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন অনেকে।