শৈলকুপা
ঝিনাইদহের কৃতি সন্তান ড. মোঃ আলমগীর
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃতি সন্তান, জাতীয় জাদুঘরের সাবেক পরিচালক প্রফেসর ড. মোঃ আলমগীর।
প্রফেসর ড. মোঃ আলমগীর, শৈলকুপার নাগপাড়া গ্রামে ১৯৫৮ সালে জন্ম গ্রহণ করেন। তিনি বিপ্রবগদিয়া হাইস্কুল, শৈলকুপা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
ঢাকা ও ঢাকার নবাব পরিবারের উপর ইতোমধ্যেই তিনি ১২টি বই ও বহু গবেষণামূলক প্রবন্ধ রচনা করেছেন। শৈলকুপার ইতিহাস নিয়েও তার লেখা আছে।
তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক পরিচালক ও বর্তমানে এশিয়ান ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক।
শৈলকুপার এই কৃতি সন্তানকে নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।