শৈলকুপা
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইদহের চোখঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন গজনবীপুর এলাকা হতে ইয়াবাসহ মোঃ জুলমত মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
শুক্রবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন গজনবীপুর এলাকা হতে ২০৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। মোঃ জুলমত মিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গজনবীপুর গ্রামের আঃ খালেকের ছেলে।
ঝিনাইদহের র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম জানান, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গজনবীপুর গ্রামে কতিপয় মাদক ব্যবসায়ীরা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব-৬ এর দল। এসময় অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও জুলমতকে গ্রেফতার করা হয়। জুলমতের নিকট হতে ২০৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে তিনি আরো জানান।