ঝিনাইদহে বাল্য বিবাহ দেওয়ায় বাবাকে কারাদন্ড
![](https://i0.wp.com/jhc24.com/wp-content/uploads/2019/01/1103412-94.jpg?resize=780%2C470&ssl=1)
সুলতান আল একরাম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে ৮ম শ্রেণির মেয়েকে বাল্য বিবাহ দেওয়ায় বাবাকে ৬মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বাদপুকুর গ্রামে।
সোমবার সন্ধ্যায় এঘটনায় মেয়ের বাবা সলিম উদ্দিন(৫৫)কে আটক করে ৬মাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত সলিম উদ্দিন একই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শনিবার বাদপুকুর গ্রামের সলিম উদ্দিনের মেয়ে ও ডাকবাংলা উত্তর নারায়ণপুর দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী সোনালী খাতুনকে একই গ্রামের আব্দুল আজিজের সাথে বিবাহ হয়েছে। বর্তমানে বর ও কনে সলিম উদ্দিনের বাড়িতে অবস্থান করছে এমন সংবাদে সোমবার বিকালে সেখানে অভিযানে গেলে বর ও বিবাহ পড়ানো ইমাম পালিয়ে গেলেও ছাত্রীর বাবা সলিমকে আটক করা হয়। পরে বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭(৮) ধারা মোতাবেক মেয়ের বাবা সলিম উদ্দিনকে ৬মাসের কারাদন্ড প্রদান করা হয়।