কালীগঞ্জ
ঝিনাইদহে মাদক ব্যবসায়ী আটক
মাদক বিরোধী অভিযান চালিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ বশির শেখ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কবিরপুর গ্রামের শাহদৎ শেখের ছেলে। তার বর্তমান ঠিকানা ঝিনাইদহ শহরের উপশহর পাড়ায়। গতকাল বিকেলে কালীগঞ্জ শহরের ফয়লা এলাকা থেকে তাকে আটক করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) ইউনুচ আলী জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে কালীগঞ্জ ফয়লা থেকে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ বশিরকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।