ঝিনাইদহ সদরটপ লিড

খালেদা জিয়া ও তারেক রহমানের ফাঁসির দাবি—- ঝিনাইদহে সাইদুল করিম মিন্টু

ঝিনাইদহ প্রতিনিধি:
২১ আগষ্ট গ্রেনেড হামলার সাথে জড়িত খালেদা জিয়া ও তারেক রহমানের ফাঁসির দাবিতে ঝিনাইদহে আওয়ামী লীগের মোটর সাইকেল র‌্যালী ও পথসভা অনুষ্টিত হয়েছে।

সোমবার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্ত্বর থেকে ৫ হাজার মোটর সাইকেল নিয়ে হাজার হাজার নেতাকর্মী একটি র‌্যালী বের করে। এতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।

এ সময় তারা সদর উপজেলার হাটগোপালপুর ও ডাকবাংলা বাজার ও হরিনাকুন্ডু এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে রাতে পায়রা চত্তরে পথসভা অনুষ্টিত হয়। এ সময় বক্তব্য রাখেন সাইদুল করিম মিন্টু সহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ এর নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে ২১ আগষ্ট গ্রেনেড হামলার সাথে জড়িত খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল আসামীদের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button