ঝিনাইদহে ২৪ ফুটের সড়ক এখন এক ফুট : দুর্ভোগ চরমে
মনজুর আলম, ঝিনাইদহ
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের মির্জাপুর গ্রামের ২৪ ফুট চওয়া একটি সড়ক এখন এক ফুটে পরিনত হয়েছে। সড়কটি ধীরে ধীরে পুকুরের মধ্যে ভেঙে চলে গেছে। দীর্ঘ দিনেও সংস্কার না করায় প্রায় বছর চারেক যানবহন চলাচল বন্ধ হয়ে গেছে। জনগনকে চরম দূর্ভোগে পড়তে হচ্ছে।
স্থানীয়রা জানান, সড়কটি ইউনিয়নের চান্দুয়ালি বাজার হতে মির্জাপুর ভায়া চন্ডিপুরের সাথে যোগাযোগের একমাত্র ব্যবস্থা। কিন্তু সড়কের মির্জাপুর গ্রামের আব্দুর গফুর মাষ্টারের বাড়ি নিকট হতে মুক্তারের বাড়ির নিকট পর্যন্ত চলাচলের অনুপোযোগি হয়ে পড়েছে।
বিশেষ করে মুক্তারের বাড়ির নিকট ২৪ ফুটের সড়কটি এখন অর্ধফুটে পরিনত হয়েছে। দীর্ঘ দিনেও সংস্কার না করায় দীর্ঘ প্রায় বছর চারেক যানবহন চলাচল বন্ধ হয়ে গেছে। জনগনকে চরম দূর্ভোগে পড়তে হচ্ছে। বিষয়টির দিকে কর্তৃপক্ষের বিশেষ নজর আশা করছে ভুক্তভোগি গ্রামবাসি।