কালীগঞ্জ
ঝিনাইদহে সেই ধর্ষক গ্রেপ্তার
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ শুকুর আলী ওরফে ভোলা (৪০) নামের এক ধর্ষণকারীকে গ্রেপ্তার করেছে। সে উপজেলার সুবিধপুর গ্রামের এলাহী বক্সের ছেলে। থানায় মামলা দায়েরের পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কোটচাঁদপুর উপজেলার শিশুতলা নামক স্থান থেকে তদন্তকারী কর্মকর্তা এসআই সুজাত আলী তাকে গ্রেপ্তার করেন।
কালীগঞ্জ থানার অফিসার-ইনচার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, গত ১৯ অক্টোবর সকালে উপজেলা রাখালগাছি ইউনিয়নের সুবিধপুর গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে শুকুর আলী ওরফে ভোলা একই গ্রামের দরিদ্র ভ্যানচালক ওয়াসিম আকরামের স্ত্রীকে বাড়ির পাশের একটি মেহগনি বাগানের মধ্যে জোরপূর্বক ধরে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় গত ২১ অক্টোবর ধর্ষিতার স্বামী আকরাম বাদি হয়ে ভোলা কে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করে। মামলা দায়ের দুইদিনের মধ্যে পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।