ঝিনাইদহে মানবাধিকার নাট্য উৎসবের দুই দশক পূর্তি অনুষ্ঠান
ঝিনাইদহে “দূর্বৃত্তের হোক পরাজয়, এ মাটি অশুভর নয়” এই শ্লোগানে বর্ণাঢ্য আয়োজনে মানবাধিকার নাট্য পরিষদের দুই দশক পূর্তি উপলক্ষে নাট্য উৎসব উদ্যাপিত হয়েছে। শুক্রবার উৎসব উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, উৎসব উদ্বোধন, গুণিজন সংবর্ধনা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবের শুরুতে বিকাল ৩টায় জেলা বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। লাঠি খেলা শেষে উদ্বোধন করা হয় নাট্য উৎসবের।
উদ্বোধনী অনুষ্ঠানে মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি রুবেল পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন সিও’র নির্বাহী পরিচালক সামছুল আলম, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি একরামুল হক লিকু, জেলা নাট্য সমন্বয় পরিষদের সভাপতি নাজিম উদ্দিন জুলিয়াস ও মানবাধিকার নাট্য পরিষদ সাধারণ সম্পাদক শাহ্ নাহিদ নেওয়াজ প্রমুখ।
অনুষ্ঠানে জানানো বিশিষ্ট্য শিক্ষক ও যাত্রাশিল্পী প্রদ্যুৎ কুমার ঘোষকে গুণিজন সংবর্ধনা প্রদান করা হয়। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক।