ঝিনাইদহ সড়ক বিভাগের অবহেলায় যখন মৃত্যু ফাঁদ !!
আসিফ ইকবাল কাজল
ঝিনাইদহ কালীগঞ্জ সড়কটি এখন আগের তুলনায় খুবই ব্যস্ত মহাসড়ক। বাস ট্রাকসহ অন্যান্য বৈধ যানবাহনের পাশাপাশি শত শত থ্রিহুইলার, নছিমন, করিমন, ভটভটি, ইজিবাইক ও ব্যাটারি চালিত পাখি ভ্যান চলাচল করতে দেখা যায়। কালীগঞ্জ শহরে যাওয়ার পথে দেখা গেল মৃত্যু ফাঁদের কিছু চিহ্ন। ইচ্ছা করলে ঝিনাইদহ সড়ক বিভাগ সহজে এবং দ্রুত সমাধান করতে পারে। এই সড়কের খড়িখালি বটতলা দিদার মাষ্টারের বাড়ি থেকে মায়াময় বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তার পাশ থেকে মাটি সরে গেছে। মসৃন সুন্দর রাস্তার পাশে মাটি না থাকায় যেন মনে হচ্ছে বস্ত্রহীন কোন জীব। সব আছে, কিন্তু কিছু একটা নেই। আর এই নেই জিনিসটা হচ্ছে মৃত্যুর ঝুকি। যানবাহন সাইট দিতে গেলে একবার এই খাদে পড়লে জীবন বিপন্ন হতে পারে। মাসের পর মাস এই চিত্র সাধারণ মানুষকে আতংকিত করলেও ঝিনাইদহ সড়ক বিভাগের যেন কোন মাথা ব্যাথা নেই। অথচ তাদের অবহেলায় এই ফাঁদ তৈরী হয়েছে। রাস্তা করার সময় ঠিকাদারকে প্রতি কিলোমটার মাটির কাজের জন্য যা দেওয়া হয়েছিল, এই দৃশ্য দেখে মনে হচ্ছে তিনি মাটির টাকা পকেটস্থ করেছেন। ফলে পিচ ঢালা পথটি সুন্দর দেখা গেলেও পাশে তৈরী হয়েছে মৃত্যুর ফাঁদ। এই ভয়াবহ অবস্থা থেকে ওই সড়কে চলাচলকারী হাজারো যাত্রী বাঁতে চাই। আশা করি ঝিনাইদহ সড়ক বিভাগের অচিরেই জ্ঞান ফিরবে !!