কালীগঞ্জ

ঝিনাইদহে পলাতক আসামী গ্রেফতার

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার মামলা নং-০৬ তাং-০৬/০৯/২০১৮খ্রিঃ ধারা-মানব পাচার প্র্রতিরোধ ও দমন আইনের সংঘব্ধ মানব পাচার অপরাধ আইনের ৬/৭ এর এজাহারনামীয় দীর্ঘদিনের পলাতক ১নং আসামী মোঃ রবিউল শিকদার(৫৫) পিতা-মৃত বিলাত আল শিকদার সাং-শতখালী থানা-শালিখা জেলা-মাগুরা’কে ইং-২৮/১০/২০১৮ তারিখ বেলা-১২.৩০ ঘটিকার সময় অত্র মামলার তদন্তকারী অফিসার মাগুরা জেলার শালিখা থানা হইতে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গ্রেফতার করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button