ঝিনাইদহ সদর
ঝিনাইদহে মাদক কারবারী গ্রেফতার
মাদক ব্যাবসায়ী আসামী মোঃ আব্দুল হামিদ,পিতা-মৃত ফেরদৌস খান,সাং-শ্যামকুড়,থানা-মহেশপুর,জেলা-ঝিনাইদহকে ৩০০(তিনশত)পিচ ইয়াবা সহ কুমড়াবাড়িয়া খান ইট ভাটা এর সামনে থেকে গ্রেফতার করে ঝিনাইদহ ডিবি পুলিশ।
ইতিপূর্বে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও মার্ডার মামলা রয়েছে বলে জানা যায়।