পাঠকের কথা
আমার একটা আকাশ চাই——-সালমা ইসলাম
আমার একটা আকাশ চাই———সালমা ইসলাম
আমার একটা আকাশ চাই
আমি হব তার মেঘ,
দুঃখগুলি তারে দিয়ে ভাসবো তুলো তুলো।
আকাশ আমায় আদর করে বলবে ডেকে
শুনো মেঘ,ধরার বুকে নামছে খরা
দুখী নদীর হাহাকার তৃণলতা ,বৃক্ষরাজি মলিনতায় ভরা।
বলো আকাশ, শুনছি তোমার কথা
কষ্টগুলি আমায় দিয়ে আর ভেসো না সারাবেলা।
ঝর মেঘ অঝোর ধারায় ঝর
কষ্টগুলি কর বিদায় তপ্ত ধরায়,
অঝোর ধারায় ঝরব আমি বৃষ্টি নামের সুধায়।
খুশির তরে ভাসবে সবাই আমায় নিয়ে ক্রোড়ে,
সবুজভূমি ,বৃক্ষলতা, মরানদী হাসবে প্রাণ খুলে।
আকাশ তুমি কথা দাও হবে আমার দুঃখের সহচর
আসব আমি যখন তখন তোমার বুকের সীমানায়,
কষ্টের রঙ ধুসর হলে ফিরবো আবার বাড়ি।