ঝিনাইদহে বাজেট প্রণয়ন ও কর ন্যায্যতা বিষয়ে কর্মশালা
সাজ্জাদ আহমেদ
ঝিনাইদহে বাজেট প্রণয়ন ও কর ন্যায্যতা বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। ওয়েলফেয়ার এফোর্টস ( উই) এর প্রশিক্ষন কক্ষে দুইদিন ব্যাপি এ কর্মশালা শেষ হয়।
সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্রার আর্থিক সহযোগিতায় উই এর আয়োজনে রোববার বিকালে কর্মশালা শেষ হয়। কর্মশালায় অন্যার মধ্যে উপস্থিত ছিলেন উই এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন, সরকারী নুরুন নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন.এম শাহজালাল, ঝিনাইদহ কৃষি সম্প্রসারন অফিসের সাবেক উপ-পরিচালক আহমেদ হোসেন, নারিকেলবাড়িয়া আমেনা খাতুন কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, নবগঙ্গা মেডিকেল ইন্টঃ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, অরসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন নাহার কুসুম।
এছাড়া সমাজ কর্মী, ইমাম, জনপ্রতিনিধি ও এনজিওর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। কর্মমালায ট্রেনার হিসেবে ছিলেন উই এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন ও ছাব্দার হোসেন।