কালীগঞ্জ
ঝিনাইদহে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে লিটন মুন্সি (৪৫) নামের তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। শনিবার দিবাগত গভীর রাতে এএসআই রাসেল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে একতারপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। সে ওই গ্রামের বজলুর রহমানের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, লিটন মুন্সি নারী ও শিশু নির্যাতন মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে সে পালিয়ে ছিল। শনিবার দিবাগত রাতে একতারপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।