ঝিনাইদহে সততা ষ্টোরের উদ্বোধন
একটি দেশের নাগরিকেরা সৎ হলে সে দেশ হবে স্বনির্ভর ও দূর্নীতিমুক্ত। আজকের শিক্ষার্থীরা বড় হয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিবে। কাজেই দেশকে সুন্দর ভাবে গড়ে তুলতে হলে সে দেশের শিক্ষার্থীদেরকে দেশপ্রেম এবং সততার শিক্ষাই শিক্ষিত হতে হবে।
দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা কোলাবাজার হাইস্কুলে সততা ষ্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
দুর্নীতি দমন কমিশন যশোর অঞ্চলের অর্থায়নে প্রতিষ্ঠিত সততা ষ্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে ৩ নং কোলা ইউনিয়নের চেয়ারম্যান আইউব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসুদন সাহা, কোলা পুলিশ ক্যাম্প ইনচার্জ হাফিজুর রহমান, প্রধান শিক্ষক বিজয় বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ডাঃ অশ্বিণী বিশ্বাস, মোশাররফ হোসেন, হাফিজুর রহমান,লিখন তরফদার, শিক্ষক আব্দুল ওহাব জোয়ার্দার, জয়গোপাল রায়, সাখাওয়াত হোসেন, শিক্ষার্থী সুস্মিতা হালদার, এমাজ উদ্দীন, শাকিল আহম্মেদ প্রমূখ।