কালীগঞ্জধর্ম ও জীবন
ঝিনাইদহে নাচে-গানে মুগ্ধ করলো শিশু শিল্পীরা
প্রতি বছরের মত এবারও জয়কালী মন্দিরে শঙ্ক ও উলুর ধ্বনির মধ্যে দিয়ে শ্রী শ্রী শ্যামা পূজায় দ্বিতীয় দিনে গান ও নাচে শ্রোতাদের মনো মুগ্ধ করে দিলেন শিশু শিল্পীরা।
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা পৌরসভার ৯ নং ওর্য়াডে চাঁচড়া গ্রামের দেবনাথ পাড়ায় জয়কালী মন্দিরের সভাপতি হাজারী লাল দেবনাথের সহযোগিতায় বাংলাদেশ জাতীয় হিন্দু সাংস্কৃতিক মহাজোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও শিল্পী এস ডি লালের পরিচালনায় শিশু শিল্পীরা শ্যামা সংগিত, রবিন্দ্র সংগিত, নজরুল সংগিত, রামপ্রসাদ ও আধুনিক গান গায় ও পায়ের নুপুরের তালে নাচ শ্রোতাদর্শকদের মুগ্ধ করে তোলেন।