শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ঝিনাইদহের পৌর মেয়র
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ইউনিট-২ (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়া শিক্ষার্থী প্রদীপ বিশ্বাসের ভর্তির সব ব্যবস্থা করলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। গতকাল বুধবার সাইদুল করিম মিন্টু তার পৌরসভার নিজ কার্যালয়ে প্রদীপ বিশ্বাসের হাতে ভর্তির টাকাসহ বাসের টিকিট কেটে দেন।
প্রদীপ বিশ্বাস ঝিনাইদহ হরিণাকুণ্ডু উপজেলার ঘোষ পাড়ার বিশ্বনাথ বিশ্বাসের ছোট ছেলে। হরিণাকুন্ডু প্রিয়নাথ স্কুল এন্ড কলেজ থেকে মানবিক বিভাগ হতে এসএসসি ও হরিণাকুন্ডু হাজী আশরাদ আলী ডিগ্রি কলেজ থেকে একই বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এবিষয়ে সাইদুল করিম মিন্টু বলেন, শিক্ষার ক্ষেত্রে দারিদ্র্যতা কোন প্রতিবন্ধকতা নয়, মেধা তোমার সাহায্য আমার স্লোগান নিয়ে আমি মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়, যাতে তারা মানুষের মত মানুষ হতে পারে। তারা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, আমি চাই না কেউ তার শিক্ষা থেকে বঞ্চিত হোক। তাই এ সাহায্যের কাজ করে যাচ্ছি।