ঝিনাইদহ সদরটপ লিডনির্বাচন ও রাজনীতি

১ম দিনে ঝিনাইদহ থেকে আ:লীগের মনোনয়ন কিনলেন যারা

১ম দিনে ঝিনাইদহ ৪টি আসন থেকেই আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন ঝিনাইদহের বেশ কয়েকজন প্রার্থী।

ঝিনাইদহ-১ (শৈলকূপা) থেকে–
১. আব্দুল হাই (বর্তমান সাংসদ ও সভাপতি জেলা আ: লীগ
২. নজরুল ইসলাম দুলাল। (কেন্দ্রীয় নেতা)

ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুন্ডু) থেকে–
১. তাহজীব আলম সিদ্দিকী সমি ( বর্তমান সাংসদ)
২. শফিকুল ইসলাম অপু ( প্রাক্তন সাংসদ)
৩. সাইদুল করিম মিন্টু ( বর্তমান মেয়র ও সাধারণ সম্পাদক জেলা আ:লীগ)

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) থেকে–

১.নবী নেওয়াজ (বর্তমান সাংসদ)
২. শফিকুল আজম খাঁন চঞ্চল ( প্রাক্তন সাংসদ)
৩. পারভীন তালুকদার মায়া (প্রাক্তন সাংসদ)
৪. সাজ্জাতুজ জুম্মা ( অ: নেতা)
৫. মোহাম্মদ আলী
৬. রেজাউল করিম টিটোন
৭. সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ
৮. শামসুন্নাহার মিকি
৯. ডা. আব্দুল আলিম
১০. রোকুনুজ্জামান প্রিন্স

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) থেকে–

১. আনোয়ারুল আজিম আনার ( বর্তমান সাংসদ)
২. আব্দুল মান্নান (প্রাক্তন সাংসদ)
৩. মোস্তাফিজুর রহমান বিজু ( প্রাক্তন মেয়র)
৪. তোফাজ্জেল হোসেন বাবু

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button