পাঠকের কথা
আমার আকাশ—– ইরা নন্দী ( রাহা)
আমার আকাশ…………. ইরা নন্দী ( রাহা)
আকাশ তুমি সত্যিই আকাশ
তোমার পানে চায়লেই সব ব্যথা ভুলে যায়
তোমার প্রতিটা কথাইতো বৃষ্টি….
তাইতো এতো ঠাণ্ডা এতো মিষ্টি…
তোমার পানে চেয়েইতো
আমি নতুন জীবন পাই….
তুমি ছাড়া সব যেন এলো মেলো হয়ে যায়..
আকাশ তুমি ঐ দূর থেকে মাঝে মাঝে
তোমার ওই কথার বৃষ্টি দিও…..
আমি ভিজবো প্রাণ ভরে ভিজবো….
জানি, আকাশ কখনো নিচে নেমে আসেনা…
আাসা যায়না, তাইতো তোমার পানে
চেয়ে থাকি,কখন বৃষ্টি হয়ে–
আমায় ছুঁয়ে যাবে তুমি…..
তোমার শীতল পরশ পেয়ে
ধন্য হবো গো আমি…..