ধর্ম ও জীবন

নামাজে দৌড়ে আসা নয়

জামাতের সঙ্গে নামাজ আদায়Ñ নিঃসন্দেহে অনেক সওয়াবের। আর তাকবিরে উলা বা প্রথম তাকবিরের সঙ্গে পড়তে পারলে তো কথাই নেই। কিন্তু তাকবিরে উলা বা জামাতের সওয়াব অর্জন করতে গিয়ে অনেকে আবার শরিয়তের নিষেধাজ্ঞা অমান্য করে ফেলেন। দৌড়ে এসে জামাতে শরিক হয়ে হাদিসের বিপরীত আমল করেন।

কেননা, হাদিসের নির্দেশ হলো, ‘যখন নামাজ দাঁড়িয়ে যায় তখন তোমরা দৌড়ে নামাজে এসো না, বরং হেঁটে হেঁটে এসো। তোমাদের ওপর প্রশান্তি নেমে আসুক; নামাজ যতটুকু পাও ততটুকু আদায় করো আর যতটুকু ছুটে যায় তা (পরে) পূর্ণ করে নাও।’ (বোখারি : ৯০৮)।

তাছাড়া স্বাভাবিক কথা হলোÑ কেউ যখন দৌড়ে এসে নামাজে শরিক হয় তখন হয়তো তাকবিরে উলা বা প্রথম তাকবির পাবে কিংবা এক/দুই রাকাত বেশি পাবে, কিন্তু তখন তো সে স্থিরচিত্তে নামাজ পড়তে পারবে না। বরং পুরো নামাজজুড়েই তার মধ্যে অস্থিরতা কাজ করবে।
তবে হ্যাঁ, কেউ যদি এতটুকু জোরে হেঁটে আসে, যাতে সে ক্লান্ত ও অস্থিরচিত্ত হয়ে পড়ে না, তাহলে কোনো সমস্যা নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button