চীনে বাঙালির সাজে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশী
বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে চীনে গিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল ফেরদৌস ঐশী। ১০ নভেম্বর দিবাগত রাত ১টার ফ্লাইটে চীনের সানাইয়া শহরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে রোববার সেখানে পৌঁছান তিনি। এখন সেখানে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন তিনি।
মঙ্গলবার মিস ওয়ার্ল্ড এর অফিসিয়াল পেইজে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত প্রতিযোগীদের অনেকগুলো ছবি পোস্ট করা হয়। এই ছবির ভিড়েই বাংলাদেশের ঐশীকে পাওয়া গেল সম্পূর্ণ বাঙালীয়ানা পোশাকে। লাল পাড়ের শাদা রঙের শাড়ি পরে বাংলাদেশকে তুলে ধরেছেন তিনি।
আয়োজনটিই ছিল এমন। এখানে প্রত্যেকটা দেশ থেকে আগত প্রতিযোগীরা তাদের নিজ নিজ দেশের জাতীয় পোশাক পরে উপস্থিত হন। চীনের সানাইয়া শহরের ম্যান গ্রোভি ট্রি রিসোর্টে এই দেশের জাতীয় পোশাক প্রদর্শনী করা হয়।
৬৮তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১৫০টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছেন ঐশী। আগামী ৮ ডিসেম্বর ৬৮ তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান। এর আগে যদি থাকবে বিভিন্ন সেগমেন্ট। সবকিছুতে টিকলে মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালেতে দেখা যাবে ঐশীকে। এরপর তিনি দেশে ফিরবেন ১০ ডিসেম্বর।