ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত
ঝিনাইদহের কালিগঞ্জে যশোর-ঝিনাইদহ মহাসড়কের কেয়াবাগান নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩২) এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ নভেম্বর) ভোরে কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান নামক স্থানে এ ঘটনা ঘটে। বারোবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কালীপদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামছুল ইসলাম জানান, মহাসড়কের ওপর এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই নারীর মৃতদেহ উদ্ধার করে বারোবাজার হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করে।
বারোবাজার হাইওয়ে থানার এসআই কালীপদ বলেন, ধারণা করা হচ্ছে ভোরের দিকে বাস অথবা ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত নারীর নাম পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।