পাঠকের কথা
প্রতিচ্ছায়া——–সালমা ইসলাম
প্রতিচ্ছায়া——–সালমা ইসলাম
মন খারাপের এক বিকেলে
বিষন্ন মন নিয়ে বসেছিলাম বেলকুনিতে
কে যেন আমার ডেকে বলে যাবে আমার সাথে,
দূর হতে বহু দূরে এই যান্ত্রিক নগরের বন্দী জীবন ছেড়ে।
হেমন্তের মৃদু শীতল হওয়ায়
সবুজ অরণ্য ,সোনালী ধান ক্ষেত
পেরিয়ে নদী নালা পার হয়ে সমুদ্র ,মহাসমুদ্রে।
কিন্ত আমাদের দেখা হবে না,
কথা হবে না কিঞ্চিত কালে।
আমি তাকে প্রস্ন করলাম
এক সাথে এতটা পথ যাব দেখা হবে না,
এটা আবার হয় নাকি?
কিন্তু আমি সারাজীবন থাকব তোমার পাশে
আমি অধরা আমাকে চাইলেও ধরা যায় না ,
ছোঁয়া য়ায় না,
আমি তোমারই প্রতিচ্ছায়া।