কালীগঞ্জনির্বাচন ও রাজনীতি
ঝিনাইদহ-৪ আসনে বিএনপি’র এক সিনিয়র, ৫ জুনিয়র
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘাঁটি বলে পরিচিত ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর) আসন থেকে বিএনপির মনোনয়নপত্র ক্রয় করে জমা দিয়েছেন ৫ জন নতুন ও তরুণ প্রার্থী।
এরা হলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ,
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক বি এম নাজিম মাহমুদ,
কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ,
বিএনপি নেতা আলহাজ হারুন অর রশিদ ওরফে হারুন মোল্লা,
সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু,
আসনের তরুণ ও নতুন বিএনপির প্রার্থীরা পল্টন অফিসে মনোনয়নপত্র জমা দেন বলে জানা গেছে। প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
এ ছাড়া বৃহস্পতিবার সাবেক এমপি শহীদুজ্জামান বেল্টু মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।