ঝিনাইদহে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময় সভা
ঝিনাইদহে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা-নেত্রীবৃন্দদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে শনিবার সকালে স্থানীয় গনপূর্ত সদর অফিস প্রাঙ্গনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম সোলক এর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক আক্তার ইসলাম মেঘলা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ ঝিনাইদহ জেলা শাখার সাধারন সম্পাদক খালেদা খানম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন- সম্পাদক হেলাল উদ্দীন সরদার,সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম শিপন,সহ- সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জুয়েল, কুষ্টিয়া জেলা শাখার যুগ্ন- সাধারন সম্পাদক জিয়উর রহমান জিয়া। মত বিনিময় সভা পরিচালনা করেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সাধারন সম্পাদক কাইয়ুম হুসাইন পলাশ। মত বিনিময় সভা শেষে পরিচিতির লক্ষ্যে এক র্যালী বের হয়।
প্রধান বক্তা বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ ঝিনাইদহ জেলা শাখার সাধারন সম্পাদক খালেদা খানম মতবিনিময় সভায় বলেছেন,বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য অবিরাম কাজ করে চলেছেন।বৃদ্ধ-বৃদ্ধা ভাতা,অবৈতনিক শিক্ষা,বে-সরকারী শিক্ষকদের জাতীয় করন, দেশ উন্নয়ন,বিভিন্ন সেতু তৈরী করে চলেছেন।
রাস্তা-ঘাট উন্নয়ন,বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র,মেডিকেল কলেজ স্থাপন বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছেন।সন্ত্রাস ও বনদশুও দমন করেছেন।দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের আইনের আওতায় এনেছেন।আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশকে আরও একধাপ এগিয়ে নিতে সবাইকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।