ঝিনাইদহ সদর
ঝিনাইদহে সুইট হোটেল মালিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা
ঝিনাইদহের ঐহিত্যবাহী সুইট হোটেলের মালিক আবিদুর রহমান লালুর স্ত্রী শিল্পী খাতুন (৪০) আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।
মঙ্গলবার সকালে শহরের ব্যাপারীপাড়ার বাসায় গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিথিলা জানান, সকালে ব্যাপারীপাড়ার আবিদুর রহমান লালুর স্ত্রী শিল্পী খাতুন গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। অবস্থা খারাপ থাকায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের কারণে শহরের বিশিষ্ট ব্যবসায়ী লালুর স্ত্রী শিল্পী গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে প্রতিবেশীরা জানান।
তবে পুলিশ এ ব্যাপারে কিছুই জানেন না বলে ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার এএসআই আবদুল আলীম মঙ্গলবার বিকালে সংবাদ মাধ্যমকে জানান।
মানবজমিন