ঝিনাইদহ সদর
ঝিনাইদহে নকল কসমেটিকস্ কারখানায় অভিযান
আব্দুল্লাহ আল মাসুদ
ঝিনাইদহ শহরের আরাপপুরে “ফেয়ার এন্ড ফ্রেশ” নামের একটি নকল কসমেটিকস কারাখানায় অভিযান চালিয়ে র্যাব বিপুল পরিমান নকল কসমেটিকস প্রসাধনী সামগ্রী জব্দ করেছে।
এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক কারখানা মালিককে দুই লক্ষ টাকা জরিমানা করে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুর দুইটার দিকে।
ঝিনাইদহ র্যাব-৬ এর স্কোয়াড কমান্ডার সোহেল পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা নকল কসমেটিকস তৈরি কারখানায় রোববার দুপুরে অভিযান চালায়। অভিযানকালে তারা দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির নামে তৈরিকৃত অন্তত ৪০ প্রকারের বিপুল পরিমান কসমেটিক সামগ্রী জব্দ করে।
জেলার শৈলকুপার রতিডাঙ্গা গ্রামের গোলাম আলীর ছেলে আব্দুর রহমান সিপন এ নকল কারখানাটি তৈরি করে দীর্ঘদিন ধরে নকল কসমেটিকসের ব্যবসা করে আসছিল। অভিযানের সময় কারখানার মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি।
পরে ভ্রাম্যমান আদালতের বিচার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত, ভোক্তা অধিকার আইন ২০০৯(৫০) ধারায় দুই লক্ষ টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করেছে।