ঝিনাইদহ সদরনির্বাচন ও রাজনীতি
ঝিনাইদহ-২ আসনে গণতান্ত্রিক বাম জোটের প্রার্থী চূড়ান্ত
ঝিনাইদহ ২ আসনে (সদর হরিনাকুন্ডু) প্রার্থী চূড়ান্ত করেছে বাম গণতান্ত্রিক জোট। জোটের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক জননেতা কমরেড অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদকে মনোনয়ন দিয়েছেন বাম গণতান্ত্রিক জোট।
তিনি বলেন, যদি জনগণ আমাকে নির্বাচিত করে তবে ভাত-কাপড়ের সংগ্রামকে আরও এগিয়ে নিয়ে যাবো। জণগনের অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
জোটের নেতৃবৃন্দ বলেন, বড় দুই দলের বাইরে এবার বাম বিকল্প গড়ে তোলার লক্ষে জনগনকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে।