ঝিনাইদহ সদরটপ লিডনির্বাচন ও রাজনীতিহরিনাকুন্ডু
ঝিনাইদহ-২ আসনে বিএনপির চমক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে অবশেষে বিএনপির চার প্রার্থীকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি গত ২দিনে মনোনীত প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
এ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সভাপতি এসএম মশিউর রহমান এবং মসিউর রহমানের বড় ছেলে ইব্রাহিম রহমান বাবু।
ঝিনাইদহ সদর উপজেলার ১৩টি, হরিণাকুন্ডু উপজেলার আটটি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত ঝিনাইদহ-২ (জাতীয় সংসদের ৮২) আসন। জেলার চারটি আসনের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ও গুরুত্বপূর্ণ আসন এটি।