ঝিনাইদহে দুই ভাই একই আসনে প্রতিদ্বন্দীতা
জাহিদুল ইসলাম-
উৎসবমুখর পরিবেশে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের শফিকুল আজম খান চঞ্চল ও বিএনপির আমিরুজ্জামান খান শিমুল মামাতো-ভুফাতো ভাই সহ ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের ৮জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার দুপুরে দলীয় নেতা কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে সহকারী রিটানিং কর্মকর্তা ও মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশতীশীলের কার্যলয়ে মনোনয়নপত্র জমা দেন সাবেক সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খান চঞ্চল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পত্র দালিখ করেন কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক কন্ঠ শিল্পী মনির খান, সাবেক এমপি শহিদুল ইসলাম মাষ্টারের ছেলে মেহেদী হাসান রনি, সাবেক ছাত্রদল নেতা আমিরুজ্জামান খান শিমুল ও অধ্যপক মতিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষে মনোনয়ন পত্র দালিখ করেন মাওলানা সরোয়ার হোসেন, বিএনএফ এর পক্ষে মনোনয়ন পত্র দালিখ করেন ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন এছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার কামরুজ্জামান স্বাধীন মনোনয়নপত্র দাখিল করেছেন।