ঝিনাইদহের শৈলকুপায় ডিগ্রি পরীক্ষায় নকল করার দায়ে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) পরীক্ষা চলাকালীন সময়ে নকল করার দায়ে তাদের বহিষ্কার করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গণি।
এ বিষয়ে ইউএনও উসমান গণি জানান, শৈলকুপা উপজেলায় ডিগ্রি পাস (বি এস এস) পরীক্ষা চলছে। বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কেন্দ্র পরিদর্শন করা হয়।
ইংরেজি (আবশ্যিক) বিষয়ে পরীক্ষা চলাকালীন সময়ে পৌর শহরের সরকারি ডিগ্রি কলেজে ৪ পরীক্ষার্থী অসৎ উপায় অবলম্বনের সময় হাতে-নাতে ধরা পড়ে। পরে ওই পরীক্ষার্থীদের বহিষ্কার করা হয়। তিনি আরো বলেন, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিতে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।