ক্ষতির ভয় কন্যার, শত্রুতা বাড়বে তুলার
জেনে নিন কী আছে আজকের রাশিফলে…
মেষ
সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও সন্ধ্যার দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। বাড়তি কোনও ব্যবসার দিকে একটু চিন্তা বাড়তে পারে।
বৃষ
পিঠে ব্যথায় সমস্যা। আজ সারা দিন প্রচুর পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। আজ দাম্পত্য দিক সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে।
মিথুন
সন্তানের বেহিসাবি খরচে সংসারে অশান্তি হতে পারে। প্রেমিকার ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি। জমি কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন। মনে কোনও ভয় ভাব বাড়তে পারে। মাথায় আঘাতের সম্ভাবনা।
কর্কট
জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন । শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটা চলা খুব সাবধানে করা উচিত।
সিংহ
ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে । দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাত রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে।
কন্যা
প্রবাসী কারও বাড়িতে আগমন হতে পারে। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, ক্ষতির ভয় আছে। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সে দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন।
তুলা
রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভাল হবে না। রাত্রের দিকে আজ সাধুসঙ্গে থাকতে পারবেন। নিজেদের কোনও লোক শত্রুতা করতে পারে। বাড়িতে কোনও অতিথি আসার যোগ।
বৃশ্চিক
পিতার সঙ্গে বিশেষ আলোচনা। নতুন কোনও কাজের যোগাযোগ হাতছাড়া হতে পারে। উচ্চস্থান থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। বাহিরের কোনও বিবাদ বাড়িতে আসার সম্ভাবনা। দাঁতের যন্ত্রণা বাড়তে পারে।
ধনু
আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি। বন্ধুমহলে কোনও বিবাদ হতে পারে। আজ সকালের দিকে খারাপ কিছু ঘটতে পারে। ধর্ম ব্যাপারে কোনও খরচ হতে পারে। ব্যবসার দিকে ভাল কিছু আশা করতে পারেন। স্ত্রীকে নিয়ে কোনও চিন্তা থাকবে।
মকর
বাড়তি খরচের জন্য কোনও ব্যবস্থা করতে হতে পারে। আজ প্রিয় কারও উপর ঘৃণা আসতে পারে। আর্থিক ব্যাপারে আজ ভাল চাপ থাকবে। প্রেমের ব্যাপারে আনন্দ বৃদ্ধি। শরীরে আলস্য ভাব থাকবে।
কুম্ভ
আজ কর্মস্থানে আপনার নিন্দা হতে পারে। কোনও বিবাদের জন্য ক্ষতি থেকে সাবধান থাকুন। কাজের চাপে শরীরের কোনও অংশে ব্যথা বৃদ্ধি। ব্যবসায় ভাল ফলের আশা করতে পারেন।
মীন
স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চিন্তা বৃদ্ধি। অপরের কোনও শরীর খারাপ নিয়ে খরচ বাড়তে পারে। বন্ধু বিবাদ বাড়তে পারে। গুরুজনের কথা আজ একটু মেনে চলুন।