জান্নাতে প্রাসাদ নির্মাণের সহজ আমল
পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা। একবার পাঠ করতে পাঁচ থেকে সাত সেকেন্ড সময় লাগবে। তিনবার পড়তে সময় লাগবে মাত্র ১৫ থেকে ২০ সেকেন্ড।
কী হবে তাতে? এক খতম কোরআন শরিফ পাঠের সওয়াব পাওয়া যাবে। আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) এরশাদ করেন, ওই সত্তার কসম, যার হাতে আমার জান, অবশ্যই একবার সূরা ইখলাস পাঠ করা পবিত্র কোরআনের এক-তৃতীয়াংশ পাঠের সমান সওয়াব রাখে।’ (বোখারি : ৫০১৩)
আর ১০ বার পড়লে কী হবে? জান্নাতে একটি প্রাসাদ বানানো হবে পাঠকারীর জন্য। হাদিস শরিফে বর্ণিত আছে, যে ব্যক্তি ১০ বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তায়ালা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। যে ২০ বার পড়বে তার জন্য দুটি এবং ৩০ বার পাঠকারীর জন্য জান্নাতে তিনটি প্রাসাদ নির্মাণ করবেন। ওমর বিন খাত্তাব (রা.) বললেন, ইয়া রাসুলাল্লাহ (সা.)! তাহলে আমরা অনেক প্রাসাদ নির্মাণ করতে চাই! রাসূল (সা.) বললেন, ‘আল্লাহ তায়ালা বেশিই দান করবেন এবং উত্তমরূপে দান করবেন।’ (তাবরানি আওসাত : ২৮১)
ফযিলতপূর্ণ ছোট্ট এ সূরাটি অবশ্যই আমরা পাঠ করব। কাজের ফাঁকে ফাঁকে, চলতে-ফিরতে, গাড়িতে বসে, মোটকথা যখনই সময় পাব, তখনই বেশি বেশি পাঠ করব। আল্লাহ তায়ালা আমাদের জান্নাতের মধ্যে বেশি বেশি প্রাসাদ নির্মাণের তৌফিক দান করুন।