ঝিনাইদহ সদর
ঝিনাইদহে ইউসিবি’র এজেন্ট ব্যাংকিং উদ্বোধন
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে ইউসিবি ব্যাংক’র এজেন্ট ব্যাংকিং এর শাখা উদ্বোধন করা হয়েছে।
সকালে এ শাখার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক দবির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা জোনাল হেড আক্তারুজ্জামান ফকির। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বাংকের ডিজিএম জাহানারা বেগম, চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান, এসইও ইসতিয়াক বুলবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রশীদুল আলম রশিদ, সাধুহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজির উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক নুর-এ-আলম বিপ্লব, সাবেক চেয়ারম্যান শেখ মোজ্জামেল হক, আওয়ামী লীগ নেতা সাইদ মুন্সি, মঞ্জুরুল আলম, বাজার কমিটির সভাপতি আব্দুর রহমান। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ডাকবাংলা বাজার ব্যাংকের এজেন্ট আসাদুজ্জামান রানা।