ঝিনাইদহে তিনজনকে পিটিয়ে আহত
ঝিনাইদহের গিলাবাড়িয়া গ্রামে পিটিয়ে তিনজনকে আহত করেছে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩০ নভেম্বর) সকালে সদর উপজেলার গিলাবাড়িয়া গ্রামের নির্মল বিশ্বাসের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ মিলনের লোকজন।
আহত নির্মল বিশ্বাসের ভাতিজা সুজন জানান, সকালে স্বদেশ ও সবুজ নামে দুই মামা ভাগ্নে তাদের সন্তান নিয়ে ঝগড়া করে। এক পর্যায়ে সকার ১০ টার দিকে একই গ্রামের সুনিল সরকারের ছেলে মিলন সরকার, টিক্কার ছেলে সবুজ, রবিনের ছেলে শশি, বিকাশের ছেলে বিপ্লব ও সুনিলের ছেল মিন্টু চাচার বাড়ীতে এসে হামলা চালায়।
এসময় তারা চাচা নির্মল বিশ্বাস, চাচী ইতি বিশ্বাস ও চাচাত ভাই সাগরকে পিটিয়ে গুরুতর আহত করে। ঘরে ঢুকে বাড়ীতে রাখা ১ লক্ষ ১৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় থানায় মামলা প্রস্তুতি চলছে বলে তিনি আরো জানান।