ঝিনাইদহ-২ আসনে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন
সাজ্জাদ আহমেদ-
ঝিনাইদহ-২ আসনের গান্না বাজারে নৌকা মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।শনিবার বিকালে এ অফিস উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ আব্দুল ওয়াহিদ জোয়ার্দ্দার,এ্যাডঃ আজিজুর রহমান,সদর থানা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ আব্দুর রশীদ, আওয়ামীলীগ নেতা শাহঃমোঃ ওয়াজেদ আলী,গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দীন মালিতা, জেলা কৃষক লীগ সভাপতি সাজেদুর ইসলাম সোম,রিন্টু মিয়া(হামদহ)সহ আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস বলেন,সকল ভেদাভেদ ভুলে দলের সবাইকে নৌকা মার্কার ভোট করার আহব্বান জানিয়েছেন।
তিনি মাননীয় প্রধান মন্ত্রি শেখ হাসিনার ব্যাপক উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন ও নেতাকর্মীদের প্রতি আবারও ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট করার আহবান জানান।